আজ ২৬ নভেম্বর তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই জয়লাভ করে ভারত। প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার হয়ে জশ ইংলিসের (Josh Inglis) ৫০ বলে ১১০ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ২০৮ রান করে অস্ট্রেলিয়া। এরপর রান তাড়া করতে নেমে ইশান কিষাণ ও সূর্যকুমার মাত্র ৬০ বলে ১১২ রান করেন কিন্তু সূর্য আউট হতেই খেলা ধীর হয়ে যায় এবং পর পর দুটি রান আউটের ফলে ভারত বিপাকে পড়লে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেন রিঙ্কু সিং।
আজকের ম্যাচে শেষ মুহূর্তে ফিটনেস নিয়ে সমস্যা না হলে ভারত একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে। এদিকে, ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেতে পারেন। আজ অবধি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। ২৭টি ম্যাচের মধ্যে ভারত ১৬ বার জয়ী হয়েছে, একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম সম্ভবত এই ম্যাচ বোলারদের অনেক সাহায্য করবে। এখানে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসে গড়ে রান ১২৮। এই ম্যাচে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। Shami Rescues Road Accident Victim: নৈনিতালে পথ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার মহম্মদ শামির, শেয়ার করলেন ভিডিও
𝘼𝙣𝙤𝙩𝙝𝙚𝙧 𝙍𝙞𝙣𝙠𝙪 𝙨𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 ⏳
Witness the dynamic southpaw of #TeamIndia in action during the 2️⃣nd T20I today, 6 PM onwards, LIVE & exclusive on #Sports18, #JioCinema & #ColorsCineplex.#INDvAUS #JioCinemaSports pic.twitter.com/0GsW2LqW1l
— JioCinema (@JioCinema) November 26, 2023
ভারতের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, জশ ইংলিস, অ্যারন হার্ডি, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটকিপার), শন অ্যাবট, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তানভীর সংঘা।
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
২৬ নভেম্বর তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে (Greenfield International Stadium, Thiruvananthapuram) দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম ভারত।
কখন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) ও কালার্স সিনেপ্লেক্স (Colors Cineplex) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।