আজ ২৪ সেপ্টেম্বর ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারত। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিকে বিশ্বকাপের আগে এই দুই দলের জন্য ভালো প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সিরিজে এখনও পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত, তবে আসন্ন ম্যাচে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে থাকবে। শেষ ম্যাচে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারেই প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৯৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ করে অস্ট্রেলিয়া। তাদের টপ অর্ডার ও মিডল অর্ডারের বেশ কয়েকজন ব্যাটসম্যান শুরু করলেও কেউই বড় স্কোর করতে পারেননি। ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরি এবং বিপরীতে মহম্মদ শামির ৫ উইকেটের সুবাদে মাত্র ২৭৬ রানেই গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল অসাধারণ। দুই ওপেনার যথাক্রমে পঞ্চাশ ও শতক এবং শেষে ১৪২ রানের জুটি গড়েন। মাঝে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে ভারতের ইনিংস শেষ হয় এবং পাঁচ উইকেটে সহজ জয় তুলে নেয় ভারত। ENG vs IRE 2nd ODI Result: আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের জয় জ্যাক-রেহানদের তরুণ ইংল্যান্ডের
🚨 Are you ready for round 2 🥊of the #IDFCFirstBankODITrophy 🏆?#TestedByTheBest #IndiaCricketKaNayaGhar #IDFCFirstBankODITrophy #TeamIndia pic.twitter.com/LSIpN8X2la— JioCinema (@JioCinema) September 24, 2023
ভারতের সম্ভাব্য একাদশঃ শুভমন গিল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), তিলক বর্মা/ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি/জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
২৪ সেপ্টেম্বর ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium, Indore) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারত সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ চ্যানেলে (Sports 18)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
ভারতের জিওসিনেমা অ্যাপে ও ওয়েবসাইটে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সরাসরি দেখা যাবে।