Border-Gavaskar Trophy 2023 (Photo Credit: Pat Cummins/ Twitter)

আজ ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা ২০২৩ বর্ডার গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) জন্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে অপেক্ষার অবসান হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দ্বিতীয় ফাইনালিস্ট এখনও নির্ধারণ না হওয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির ফলাফলে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium, Nagpur) সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। লোকেশ রাহুলকে (KL Rahul) বাদ না দিলেও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শুভমান গিলকে (Shubhman Gill) একাদশের জন্য লড়াই করতে হবে। এছাড়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া। বোলিং আক্রমণে আয়োজকরা তাদের পেসার জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) মিস করবে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) ও জশ হ্যাজেলউড (Josh Hazlewood) চোটের কারণে ছিটকে যাওয়ায় এই সফরের আগে বড়সড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ান বোলিং ইউনিট। এছাড়া দলে থাকবেন না অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)।

 কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ? 

৯ ফেব্রুয়ারি সকালে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium, Nagpur) ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?

ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।