আজ ১১ ফেব্রুয়ারি নাগপুরে ২০২৩ বর্ডার গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের হয়ে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কে এস ভরতের (KS Bharat)। অস্ট্রেলিয়ার হয়ে দলে আসছেন টড মারফি (Todd Murphy)। নাগপুরে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরানের কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হওয়ার আগে ২১২ বলে ১২০ রান করেন ভারত অধিনায়ক। দ্বিতীয় দিন ভারত ১১৪ ওভারে সাত উইকেটে ৩২১ রান তুলে ১৪৪ রানের লিড পায়। রোহিতের বিদায়ের পর রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের জুটি খেলা ভারতের দিকে ফিরিয়ে দেয়। ১৭০ বলে ৬৬ রান করেন জাদেজা। অক্ষর ১০২ বলে ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার বোলিংয়ে টড মারফি ভালো ছন্দে ছিলেন এবং পাঁচ উইকেট নেন। এ সময় একটি করে উইকেট নেন নাথান লায়ন ও কামিন্স।
🇮🇳's all set to be tested by🔥as they🤺against the No.1 Test cricket team in the world, #Australia
Will they emerge triumphant in this test fire? 🥵
Tune-in 🏏to the 1st Mastercard #INDvAUS Test, Feb 9-13, 8:30 AM, only on Star Sports & Disney+Hotstar!#BelieveInBlue pic.twitter.com/DaUmw2ah7P
— Star Sports (@StarSportsIndia) January 28, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
১১ ফেব্রুয়ারি সকালে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium, Nagpur) ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তৃতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
#INDvAUS Epic encounter is coming your way, When Rohit Sharma led #TeamIndia will face Australia in the 4-match Test series 🇮🇳vs🇦🇺
🏏 1st Test 🗓️ Feb 9 ⏰ 9:30 AM onwards
𝐋𝐈𝐕𝐄 𝐨𝐧 𝐃𝐃 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬📺(𝐃𝐃 𝐅𝐫𝐞𝐞 𝐃𝐢𝐬𝐡)#BorderGavaskarTrophy pic.twitter.com/4CX8Tu8G7N
— Doordarshan Sports (@ddsportschannel) February 7, 2023
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।