Rinku Singh & Surya Kumar Yadav (Photo Credit: ESPNCricinfo/ X)

ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দিলেও স্টিভ স্মিথ ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেছেন। গতকাল জশ ইংলিসের (Josh Inglis) ৫০ বলে ১১০ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ২০৮ রান করে অস্ট্রেলিয়া। বিস্ফোরক ব্যাটিং দিয়ে অজিরা শুরু করলেও শেষপর্যন্ত ওপেনার ম্যাথু শর্ট রবি বিষ্ণোইয়ের বলে আউট হন, কিন্তু ততক্ষণে জশ ইংলিস ইনিংস দখল করে নিয়েছেন। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি করেন তিনি এবং দ্বিতীয় উইকেটে স্মিথের সঙ্গে মাত্র ৬৬ বলে ১৩০ রানের জুটি গড়েন। স্মিথ শেষ পর্যন্ত ৪১ বলে ৫২ রান করে আউট হন। এরপর মাত্র ৪৭ বলে নিজের শতরানের মাইলফলক স্পর্শ করেন ইংলিস। এর ফলে অ্যারন ফিঞ্চের দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ড স্পর্শ করেন তিনি। Aussie PM XI, AUS vs PAK: পাকিস্তানের বিপক্ষে ট্যুর ম্যাচের শক্তিশালী একাদশ ঘোষণা অজি প্রধানমন্ত্রীর

শুরুটা ভালো না হলেও ইশান কিষাণ ও সূর্যকুমারের ব্যাটে ভর করে স্থিতিশীল অবস্থায় আসে ভারত। তৃতীয় উইকেটে মাত্র ৬০ বলে ১১২ রান করে এই জুটি। ৩৯ বলে ৫৮ রান করে আউট হন কিষাণ কিন্তু এরপর থেকেই সুর্যকুমারের উপর চাপ বাড়তে থাকে। তিলক ভার্মাও ১২ রান করে আউট হয়ে যান। এরপর খেলা ধীর হয়ে গেলে শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল সাত রান। মনে হচ্ছিল, রিঙ্কু প্রথম বলে চার মারলে ভারত কাজটা সহজ করে দেবে। এরপর দ্বিতীয় বলে অক্ষর প্যাটেল আউট হলে আচমকা খেলা থ্রিলারে পরিণত হয়। এরপর পর পর দুটি রান আউটের ফলে ভারতের জয়ের জন্য এক রান দরকার ছিল। তিনি ছক্কা হাঁকিয়েছিলেন কিন্তু শন অ্যাবট ওভারস্টেপ করায় সেটি নো-বল হয়ে যাওয়ায় রিঙ্কুর একটি রানই গণনা করা হয়। রিঙ্কু ১৪ বলে ২২ রান করে বিদায় নেন। এর আগে ৪২ বলে ৮০ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।