শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডেতে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব প্রথম দুটি ওয়ানডে তে অনুপস্থিত থাকবেন, কারণ টিম ম্যানেজমেন্ট তাদের বিশ্রাম দিয়েছে। অলরাউন্ডার প্যাট কামিন্স ১১ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন বলে অস্ট্রেলিয়া দলে উত্তেজনা বিরাজ করছে। তবে চোটের কারণে প্রাথমিক ম্যাচ থেকে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে মিস করবেন তারা। IND vs AUS 1st ODI Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রাহুলের। ভারতের দলে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড়। অস্ট্রেলিয়ার দলে এসেছেন ম্যাথু শর্ট।
#TeamIndia have won the toss and elect to bowl first in the 1st ODI against Australia.
Live - https://t.co/H6OgLtww4N… #INDvAUS pic.twitter.com/s8Y71dRLMr— BCCI (@BCCI) September 22, 2023
ভারতের একাদশঃ শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
অস্ট্রেলিয়ার একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, জোস ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা।