আজ ১৭ মার্চ ইস্ট মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ বরাবরই রোমাঞ্চকর। বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার পর এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত চাইবে তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজ জিততে। স্টিভ স্মিথ প্যাট কামিন্সের স্থলাভিষিক্ত হয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফির সময় মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছিলেন কামিন্স। মাতৃহারা হওয়ার পর আর ফেরেননি তিনি। এদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও শ্যালকের বিবাহের কারণে অনুপলব্ধ থাকবেন। হার্দিক পান্ড্য তার অনুপস্থিতিতে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে বড় ধাক্কা ছাড়াও ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে বাদ পড়েছেন তিনি। আইয়ারের পরিবর্ত হিসেবে ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়নি।
India and Australia will square off with each other in the first ODI at Wankhede Stadium, Mumbai.
Which team are you rooting for?#INDvsAUS #HardikPandya #SteveSmith pic.twitter.com/f7u3FwXNtI
— CricTracker (@Cricketracker) March 17, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের ম্যাচ?
১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের ম্যাচ?
ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের সরাসরি সম্প্রচার?
ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের ম্যাচ ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের ম্যাচ লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং।