IND Beat AFG 3rd T20I: টানা দুই সুপার ওভারের লড়াইয়ের পর জয় ভারতের
IND T20I Team (Photo Credit: BCCI/ X)

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর ম্যাচে ভারত তাঁদের দ্বিতীয় সুপার ওভারে জয়লাভ করে, যেখানে জয়ের নায়ক রবি বিষ্ণোই (Ravi Bishnoi) আয়োজকদের করা ১১ রান রক্ষায় সহায়তা করেন এবং মহম্মদ নবী (Mohammad Nabi) এবং রহমানউল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) আটকে দেন। ২০ ওভারের খেলায় গুলবাদিন নাইবের (Gulbadin Naib) ২৩ বলে ৫৫ রানের সুবাদে শেষ বলে সমতায় ফেরে আফগানিস্তান এবং খেলায় রোমাঞ্চ ফিরে আসে। ২১৩ রান তাড়া করতে নেমে সফরকারীদের হয়ে অর্ধশতক করেন রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ও ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। এর আগে রোহিত শর্মা (Rohit Sharma) ও রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ১৯০ রানের জুটি ভারতকে ৪ উইকেটে ২১২ রানে নিয়ে যায়। দু'জনে মিলে যখন লড়াই করতে নামে তখন ভারত ইনিংস ৪ উইকেটে ২২ রান খুইয়ে চরম বিপাকে পড়ে গিয়েছিল। Virat Kohli: রাম মন্দির উদ্বোধনে হাজির থাকতে বোর্ডের কাছে অনুমতি চাইলেন বিরাট

একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম সেঞ্চুরি করেন রোহিত। সিরিজে প্রথম দুই ম্যাচে দুটি শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর আজ ব্যাট করতে নেমে সব ব্যাটাররা যখন আউট হয়ে দলকে বিপাকে ফেলেন তখন ধীরে নিজের ইনিংস শুরু করেন রোহিত। তবে ইনিংস যত এগোচ্ছিল ভারতের অধিনায়ক তার পুরনো মেজাজ ফিরে পেয়ে পুরো মাঠ জুড়েই শট মারতে শুরু করেন। অন্য প্রান্তে রিঙ্কুও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অধিনায়ককে ভালভাবে শতক করার সুযোগ করে দেন। এরপর প্রথম সুপার ওভারে ভারত এবং আফগানিস্তান ১৬ রান করে খেলা শেষ হলে ফের সুপার ওভার হয় সেখানে ১২ রানের প্রয়োজন হলে পর পর দুজন ব্যাটসম্যানকে আউট করে রবি বিষ্ণোই ভারতকে জয় এনে দেন।

ম্যাচ সেরা

সিরিজ সেরা