বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ফাইনালে নিজের জায়গা আরও মজবুত করল ভারত। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬ ম্যাচে দশম জয়ে ভারতের পয়েন্টের হার ৬১.৬৬ থেকে বেড়ে ৬৪.০৬ হয়েছে। এদিকে, তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭০.৮৩ থেকে নেমে ৬৬.৬৬ পয়েন্ট হয়েছে। ডব্লিউটিসি ফাইনালে ওঠার জন্য এখন বাকি দুই টেস্টে অন্তত একটি জয় দরকার ভারতের। এর ফলে রোহিত শর্মার দল শ্রীলঙ্কার ওঠার সম্ভাবনা এড়াতে পারবে। মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জয়লাভ করলে শ্রীলঙ্কা ভারতকে নিচে ঠেলে দিতে পারে।
দেখুন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাম্প্রতিক অবস্থান
Here's the updated #WTC2023 points table after India's comprehensive victory against Australia in the second Test. pic.twitter.com/olReeaWbU0
— CricTracker (@Cricketracker) February 19, 2023
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের পক্ষে সম্ভাব্য সেরা ফলাফল হবে। পাশাপাশি শ্রীলঙ্কার চেয়ে পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার জন্য যথেষ্ট হবে। তবে ভারত ২-২ সিরিজ ড্র করলে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য সেরা ফিনিশিং পয়েন্টে চলে আসতে পারে অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা হেরে পয়েন্ট কমে গেলে ভারতের জন্য কোয়ালিফাই করা তখন সম্ভব হবে। অস্ট্রেলিয়াকে ৩-০ বা ৪-০ ব্যবধানে হারালে ভারত ডব্লিউটিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাবে। এদিকে, অস্ট্রেলিয়া যদি পরের দুই টেস্টে ড্র বা জয় না পায়, তাহলে শ্রীলঙ্কার ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় স্থানের জন্য লড়াই শুরু হবে। যদি শ্রীলঙ্কা আসন্ন সিরিজে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায়। তাহলে সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার সম্ভাবনাও নষ্ট হবে।