আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সূচিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে কিন্তু ফের সমস্যার কারণে সূচিতে পরিবর্তন করা হতে পারে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে জানিয়েছে, পরপর দু'দিন বিশ্বকাপের ম্যাচ আয়োজনে তাদের অসুবিধা হতে পারে। আগামী ৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দিন একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। হায়দরাবাদ পুলিশ দুই ম্যাচের মধ্যে কোনও ব্যবধান না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটি কর্তৃপক্ষের কাছে বিশেষ উদ্বেগের বিষয়।
The Hyderabad Cricket Association has requested the BCCI to change the 2023 World Cup schedule as they can't host back to back matches on 9th (NZ Vs Ned) and 10th October (Pakistan Vs SL) due to security arrangements. (Indian Express). pic.twitter.com/DsMGps66IY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 20, 2023
প্রাথমিকভাবে ম্যাচটি ১২ অক্টোবর হওয়ার কথা ছিল, তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি ১৪ অক্টোবরের জন্য পুনঃনির্ধারণ করা হয়, যাতে পাকিস্তান ম্যাচগুলির মধ্যে পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় পায়। গুজরাতে নবরাত্রি উৎসবের প্রথম দিন ভারত-পাকিস্তান ম্যাচের পর এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিশ্চিত না হওয়ায় বিশ্বকাপের সূচিতে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। কলকাতায় ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সময়ও একই পরিস্থিতি তৈরি হয়েছিল কালীপুজোর কারণে। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে।