আসন্ন আইসিসি আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবেন বিশ্ব ক্রিকেট তারকার অনেক স্বজনরা। এই তালিকায় প্রথমেই উঠে এসেছে হাসান ঈসাখিলের নাম। মহম্মদ নবীর ছেলে ঈসাখিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনিং ব্যাটসম্যান। আফগানিস্তানের অন্যতম তারকা রাশিদ খানের ভাইপো উসমান খান শিনওয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবেন। তালিকায় আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন ইব্রাহিম জাদরান এবং মুজিব উর রহমানের আত্মীয় সম্পর্কের ভাই জামশিদ জাদরান পরিবারের প্রথম বাঁ-হাতি ব্যাটসম্যান যিনিও অংশ নেবেন ছোটদের লড়াইয়ে। ভারতের ঘরোয়া ক্রিকেটের তারকা সরফরাজ খানের ভাই মুশির খানকে দেখা যাবে ভারতের হয়ে অলরাউন্ডার হিসেবে। ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদ যিনি সদ্য অভিষেক করেছেন তাঁর ভাই ফারহান আহমেদ এবং জো ডেনলির ভাইপো জেইডন ডেনলিও খেলবেন বিশ্বকাপে। ICC Under 19 Wc 2024: বিশ্বকাপে খেলতে নামার আগে ভারতীয় যুব দলের ক্রিকটারদের নাচের ভিডিয়ো পোস্ট আইসিসি-র পেজে
তালিকায় বাংলাদেশের ক্রিকেটের নামও রয়েছে। ১৯৯৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে তিনটি ওয়ানডেতে টপ অর্ডারে ব্যাটিং করা বাংলাদেশের প্রাক্তন ব্যাটার ও জাতীয় ক্রিকেট লিগের কোচ জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম খেলবেন। পাকিস্তানের হয়ে ফাস্ট বোলিং করবেন উবেদ শাহ যিনি তাঁর দাদা নাসিম শাহের কথা মনে করিয়ে দিতে পারেন। নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেন জেরেমি কোনির চার দশক পরে, কোনির নাতি টম জোন্স নিউজিল্যান্ডের সহ-অধিনায়ক এবং অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলবেন। প্রাক্তন কিউই লেগ-স্পিনার ক্রেইগ কামিংসের ছেলে জ্যাক কামিংসও খেলবেন বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান ডেভন স্মিথের ভাইপো ডেভন জোসেফকে দেখা যাবে দলের উইকেটরক্ষকের ভূমিকায়।