বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Photo Credits: IANS)

মুম্বই, ২৮ জুন: আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T-20 World Cup) অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। আজ, সোমবার, একথা ঘোষণা করলেন বিসিসিআইয়ের (BCCI) বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। করোনা আবহে ভারতে টি-২০ বিশ্বকাপ হবে কিনা তা জানতে চেয়েছিল আইসিসি। এনিয়ে ভাবনা চিন্তা করার জন্য সময় চেয়েছিল বিসিসিআই। বিসিসিআইকে চার সপ্তাহ সময় দেয় আইসিসি। অতিমারীর কারণে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব। যে কারণে আমিরশাহীতেই সরল এবারের টি-২০ বিশ্বকাপ।

বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ সংবাদসংস্থা এএনআইকে জানান,"আইসিসিকে আমরা আজই জানিয়ে দেব ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। শীঘ্রই আইসিসি দিনক্ষণ ঘোষণা করবে।" অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইসিসি টি-২০ বিশ্বকাপ। আরও পড়ুন, কোহলিরা বিলেতে, শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল রওনা দিল শ্রীলঙ্কায়

সব ঠিক থাকলে এবছর প্রথমবার আইসিসি টি-২০ বিশ্বকাপ আমিরশাহীতে অনুষ্ঠিত হবে, ইতিহাসে যা প্রথম। বিসিসিআই আগেই ঘোষণা করেছে, আইপিএল ২০২১-র বাকি ম্যাচগুলিও আমিরশাহীতে হবে।