মুম্বই, ২৮ জুন: আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T-20 World Cup) অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। আজ, সোমবার, একথা ঘোষণা করলেন বিসিসিআইয়ের (BCCI) বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। করোনা আবহে ভারতে টি-২০ বিশ্বকাপ হবে কিনা তা জানতে চেয়েছিল আইসিসি। এনিয়ে ভাবনা চিন্তা করার জন্য সময় চেয়েছিল বিসিসিআই। বিসিসিআইকে চার সপ্তাহ সময় দেয় আইসিসি। অতিমারীর কারণে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব। যে কারণে আমিরশাহীতেই সরল এবারের টি-২০ বিশ্বকাপ।
বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ সংবাদসংস্থা এএনআইকে জানান,"আইসিসিকে আমরা আজই জানিয়ে দেব ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। শীঘ্রই আইসিসি দিনক্ষণ ঘোষণা করবে।" অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইসিসি টি-২০ বিশ্বকাপ। আরও পড়ুন, কোহলিরা বিলেতে, শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল রওনা দিল শ্রীলঙ্কায়
As far as T20 World Cup is concerned, today was the deadline when we're supposed to inform the ICC about our decision. So, today there was a conference call amongst BCCI office bearers. We met & looked at the COVID situation: BCCI Vice-President Rajeev Shukla (1/3) pic.twitter.com/RiRSK6hw5t
— ANI (@ANI) June 28, 2021
সব ঠিক থাকলে এবছর প্রথমবার আইসিসি টি-২০ বিশ্বকাপ আমিরশাহীতে অনুষ্ঠিত হবে, ইতিহাসে যা প্রথম। বিসিসিআই আগেই ঘোষণা করেছে, আইপিএল ২০২১-র বাকি ম্যাচগুলিও আমিরশাহীতে হবে।