ICC ODI World Cup 2023: ইংল্যান্ড-পাকিস্তানের কালীপুজোয় সূচি! বিশ্বকাপ সূচিতে ইডেনের ম্যাচের তারিখ পরিবর্তনের আর্জি সিএবির
PAK vs ENG (Photo Credit: ESPNCricinfo/ Twitter)

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) বিসিসিআইকে অনুরোধ করেছে যে, আগামী ১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ ম্যাচটি অন্য তারিখের মধ্যে স্থানান্তরিত করা হোক। পাকিস্তানের খেলার সময় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো নিয়ে কলকাতা পুলিশ সিএবিকে জানানোর পরে এই ঘটনা ঘটেছে। কারণ ১২ নভেম্বর হল কালীপুজোর দিন যা শহরের তথা পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। ESPNcricinfo-এর খবর অনুসারে, সিএবি কর্তারা বৃহস্পতিবার নগর পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন, পুজোর দিন আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। তার পরেই বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি লিখে তারিখ বদলের আর্জি জানায় অ্যাসোসিয়েশন। World Cup Squad Submission Dateline: বিশ্বকাপে দল জমা দেওয়ার তারিখ ২৯ আগস্ট থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর

কলকাতার ক্রিকেটপ্রেমীরা ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ অন্য শহরে চলে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়তে চান না, এবং সিএবির কর্তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন হস্তক্ষেপের চেষ্টায়। বিশ্বকাপের মূল সূচিতে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব ইডেন গার্ডেন্সকে দেওয়া হয়েছে, সেগুলি হল, ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান, ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান, আর দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর।

দীর্ঘ টালবাহানার পর গত ২৭ জুন বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়, ৫ অক্টোবর আমেদাবাদে টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে, যেখানে টুর্নামেন্টের শেষ দুই আসরের সূচি ঘোষণা করা হয়, সেখানেও ২ মাসেরও কম সময়ে এখনও সূচি পরিবর্তন চলছে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে আয়োজিত একদিবসীয় বিশ্বকাপের সূচি ১২ মাসেরও বেশি সময় আগে বেরিয়ে যায়। বিশ্বকাপ শুরু হওয়ার কথা গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দিয়ে। ৫ নভেম্বর শেষ হবে বিশ্বকাপ। তবে কবে টিকিট বিক্রি শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।