ICC Men's Cricket World Cup 2023 (Photo Credit: Twitter)

আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, 'যত তাড়াতাড়ি সম্ভব' ২০২৩ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। ভারতের আয়োজিত এই টুর্নামেন্টে আর চার মাস মাত্র বাকী কিন্তু ভেন্যু এবং ফিক্সচার নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ২৬ এপ্রিল ২০১৯ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয় উদ্বোধনী ম্যাচের ১৩ মাস আগে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালে ৩০ জুলাই প্রতিযোগিতার সময়সূচী প্রকাশ করা হয় পুরো ১৮ মাস আগে। তবে এবছরের বিশ্বকাপের সূচি এখনও জানা যায়নি। ESPNcricinfo মার্চে জানায় যে, টুর্নামেন্টটি ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। তবে আইসিসি কোন তারিখ প্রকাশ্যে নিশ্চিত করেনি।

জয় শাহ, বিসিসিআই সচিব সম্প্রতি ওভালে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের সময়সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে এক সাক্ষাৎকারের সময় অ্যালারডাইস সেই সময়সীমার প্রতি অঙ্গীকারবদ্ধ হননি। ESPNcricinfo-এর মতে আগামী সপ্তাহ পর্যন্ত সময়সূচি জনসম্মুখে প্রকাশ করা হবে না।