বিরাট কোহলি ও রোহিত শর্মা (Photo Credits: IANS)

আজ আইপিএল-এ মুখোমুখি লড়াইয়ে নামবে আরসিবি (RCB) বনাম মুম্বই ইন্ডিয়ানস (MI)। বিরাট বাহিনী ও রোহিত শর্মার বাহিনী প্রস্তুতু ময়দানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছেন রোহিতরা। অন্যদিকে, বিরাটের আরসিবি-ও এবারের আইপিএল-এ দু’টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালেও, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে গিয়েছে বিরাটের দল। ফলে আজ তাঁদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই।

আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ টিভিতে যে চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে-

আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানসের খেলা কোথায় হবে?

আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে।