M.S. Dhoni (Photo Credits: Getty Images)

করোনাভাইরাসের (Coronavirus pandemic) মোকাবিলায় সাহায্যে এগিয়ে এসেছেন দেশের অনেক খেলোয়াড়৷ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) করোনা মোকাবিলায় তহবিলে দিয়েছেন ১ লাখ টাকা। কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ৷ '৮০০ কোটি সম্পত্তি যার, বিপদের দিনে তিনিই কি না দিলেন মাত্র এক লাখ' ঠিক এই ভাষাতেই ধোনিকে তুলোধোনা করলেন নেটিজেনরা৷

লকডাউনের সময় পুনের একটি এনজিও (NGO) দিনমজুর ও গরিব মানুষদের খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। মহেন্দ্র সিং ধোনি ওই এনজিও-কে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। কিন্তু মাত্র এক লাখ টাকা দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা৷

একজন লিখছেন, ধোনির ৮০০ কোটি টাকার সম্পত্তি। কিন্তু ১ লাখ টাকা তাঁর জন্য খুব বিশাল পরিমাণ অনুদান। ওই যে বলে না, আপনি যত বেশি কিপটে হবেন ততই আপনার কাছে বেশি টাকা থাকবে। এটা সত্যি।