Hardik Pandya in Pre-Match Conference (Photo Credit: TOI Sports/ Twitter)

মুম্বই, ১৬ মার্চ: শুক্রবার ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানিয়েছেন, ইশান কিষাণ ও শুভমন গিলকে ওপেনিং জুটি হিসেবে মাঠে নামানো হবে। শ্যালকের বিবাহ উপলক্ষে একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মাকে না পাওয়ায়, ওপেনিংয়ের শূন্যস্থান পূরণ করবেন কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরে শেষ একদিনের ম্যাচে গিলের দ্বিশতরান ও শতরান এবং গত বছর বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের ইনিংস রয়েছে কিষাণের।

অক্টোবর-নভেম্বরে এখানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ একদিনের বিশ্বকাপের প্রস্তুতি যখন ফের শুরু করছে ভারত, তখন নকআউটে দলের অতীত ব্যর্থতা এবং সমীকরণ বদলের চেষ্টা আবারও সামনে চলে এসেছে। হার্দিকের বিশ্বাস, বিশ্বকাপের আগে ভারত সাহসী পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবে। তিনি বলেন, 'আমার মনে হয় না আমরা নতুন কিছু চেষ্টা করেছি। আমরা কিছুটা সাহসী হওয়ার চেষ্টা করব, যা আমি মনে করি গত দু'টি সিরিজে আমরা বেশ ভালো করেছি'।

'এই সব দ্বিপক্ষীয় চ্যালেঞ্জিং, এটাই একমাত্র উপায়, আমরা শিখব এবং নকআউটের চাপে খেলতে শুরু করব। অতীত এখন অতীত, এখনই সেদিকে তাকাতে হবে না। আমরা আশা করছি, আগামীতে ভালো কিছু হবে', তিনি যোগ করেন। কিছুদিন টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার পর একদিনের অধিনায়ক হিসেবে তাঁর কী পরিবর্তন হয়েছে তা জানতে চাইলে হার্দিক বলেন, 'এটা টি-টোয়েন্টি খেলারই একটা এক্সটেনশন। টি-টোয়েন্টি ম্যাচে এখনও অনেক পরিবর্তন করতে হয়, কারণ প্রতিটি বল এবং ওভার-ওভারে খেলা বদলে যায়'।

আগামী ৭-১১ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। সেই প্রসঙ্গে তিনি বলেন,'না, আমি নৈতিকভাবে খুবই শক্তিশালী একজন মানুষ। আমি সেখানে পৌঁছানোর জন্য ১০% ও করিনি। আমি ১ শতাংশেরও অংশ নই। তাই আমি সেখানে এসে কারো জায়গা নিলে নৈতিকভাবে আমার ভালো হবে না। আমি যদি টেস্ট ক্রিকেট খেলতে চাই, তাহলে ঘুরে দাঁড়াব এবং ফিরে আসার জন্য নিজের জায়গাটা অর্জন করব। তাই ডব্লিউটিসি-র ফাইনাল বা ভবিষ্যতের টেস্ট সিরিজে আমি উপস্থিত থাকতে পারব না, যতক্ষণ না আমি মনে করি যে আমি আমার জায়গা অর্জন করেছি।'