আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ৫৯তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হবে ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটানস (Gujarat Titans)। আজ ১০মে শুক্রবার এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জিটি বর্তমানে স্ট্যান্ডিংয়ের নীচের দিকে রয়েছে, তাদের নামের পাশে চারটি জয় এবং সাতটি পরাজয় রয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় নিশ্চিত করতে ব্যর্থ হলে ২০২২ সংস্করণের চ্যাম্পিয়ন গতবারের চ্যাম্পিয়নের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে। অন্যদিকে, সিএসকে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসও সমান পয়েন্ট নিয়ে রয়েছে। তবে সামনের দিনগুলোতে তাদের এখনও একটি ম্যাচ খেলা বাকি। একটি জয় অবশ্যই সিএসকে-র প্লে অফে তাদের এক পা বাড়াবে এবং তাঁদের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে। IPL 2024 Playoff Qualification Scenarios: বাদ মুম্বই-পঞ্জাব, আইপিএলে শেষ চারে জায়গা করার বাকি দলের কি সমীকরণ?
⏪ to 1⃣st ever triple treat by our 🦁! #AndhaNaalGnyabagam #WhistlePodu@Lbalaji55 pic.twitter.com/nncxYuDoYq
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2024
চেন্নাই সুপার কিংসঃ অজিঙ্ক রাহানে, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লিসন, তুষার দেশপাণ্ডে, সমীর রিজভী, সিমরজিৎ সিং, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, রচিন রবীন্দ্র, অজয় যাদব মণ্ডল, আরএস হাঙ্গারগেকর, মাহিশ থিকসানা, নিশান্ত সিন্ধু, আরাভেলি অবনীশ।
গুজরাত টাইটানসঃ ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, শাহরুখ খান, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, নূর আহমেদ, মোহিত শর্মা, জশুয়া লিটল, সন্দীপ ওয়ারিয়ার, বিজয় শঙ্কর, মানব সুথার, জয়ন্ত যাদব, দর্শন নালকান্ডে, শরথ বিআর, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড, উমেশ যাদব, অভিনব মনোহর, রবিশ্রীনিবাসন সাই কিশোর, কার্তিক ত্যাগী, স্পেন্সার জনসন, আজমতুল্লাহ ওমরজাই, সুশান্ত মিশ্র।
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ?
১০ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ?
২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ
সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।