অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল টেস্ট দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইন্দোর ও আহমেদাবাদে শেষ দু'টি টেস্ট ম্যাচ হবে। ২-০ পিছিয়ে থাকা সত্ত্বেও ভাল খেলার ব্যাপারে দলের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার ম্যাক্সওয়েলকে ভারতের বিরুদ্ধে ১৭ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে। গত বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অভিযান শেষ হওয়ার ঠিক পরপরই বাঁ পায়ের পাতা ফেটে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সিরিজ।
টেস্টে খেলার ব্যাপারে তিনি বলেন, 'আমি হয়তো সুযোগ পেতাম (মূলত টেস্ট সফরের জন্য নির্বাচিত হওয়ার) কিন্তু চোট পাওয়ার পর আমার তেমন কোনো সুযোগ ছিল না। তার আগে ক্রিকেট খেলে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করা দরকার ছিল আমার। আমাদের এখন শুধু তাদের সমর্থন করার চেষ্টা করতে হবে। আমি ওখানকার খেলোয়াড়দের উপর পুরোপুরি বিশ্বাস রেখেছি যে তারা সত্যিই ভালো খেলবে এবং ভারতে জয় লাভ করবে।'
জুন-জুলাইতে অ্যাশেজে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাক্সওয়েল বলেন, 'অ্যাশেজে খেলার সুযোগ নিয়ে আমি যথেষ্ট বাস্তববাদী'। ম্যাক্সওয়েল জানিয়েছেন, তিনি এখনও পুরোপুরি ফিটনেসে ফিরে আসেননি, তবে প্রথম ম্যাচটা জিততে পারলে এবং শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী হবেন তিনি। এরপর আরও যোগ করেন, 'আমার একটা ব্যস্ত শিডিউল আসছে। শনিবার আমি ক্লাব ক্রিকেট খেলতে যাচ্ছি এবং আশা করছি নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে আলবারিতে পরবর্তী শিল্ড ম্যাচ খেলব।'