মহম্মদ আজহারউদ্দিনের গাড়ি দুর্ঘটনা (Photo: ANI)

সুরওয়াল, ৩০ ডিসেম্বর: গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক মহাম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। আজ সকালে রাজস্থানের সুরওয়ালে (Soorwal) দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। যদিও অক্ষত আছেন আজহারউদ্দিন। তাঁর গাড়ির সামনের অংশ দুমড়ে গেছে।

এবিপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লালসোট-কোটা জাতীয় সড়কে (Lalsot-Kota highway) দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রাক্তন এই ক্রিকেটারের কোনও গুরুতর আঘাত লাগেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আজহার তাঁর পরিবার সহ রণঠম্বরে ফিরছিলেন এবং দুর্ঘটনার পর তাঁকে অন্য গাড়িতে করে হোটেলে নিয়ে যাওয়া হয়।

আজহারউদ্দিন ভারতের হয়ে ৯৯ টেস্ট ম্যাচ খেলেছেন। এবং এক পর্যায়ে ওয়ানডে-তে সচিনের আগে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৯৯২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনটি আইসিসি বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন আজহারউদ্দিন। ১৯৯৬ সালের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারত সেমিফাইনালে ওঠে।