২৯ জানুয়ারি, রবিবার ব্লুমফন্টেইনে মানগাউং ওভালে (Mangaung Oval, Bloemfontein) মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের একদিনের সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটি ইংল্যান্ডদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। জস বাটলারের দল (Jos Buttler) চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকাকে অপ্রতিরোধ্য লিড না দিতে। একদিবসীয় ক্রিকেটে ফেরার পর র্যাসি ভ্যান ডার ডুসেনের (Rassie van der Dussen) দুর্দান্ত সেঞ্চুরিতে প্রোটিয়াদের ১-০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করে। ইংল্যান্ডের হয়ে জেসন রয় (Jason Roy) ব্যাট হাতে দারুণ লড়াই করেন ৯১ বলে ১১৩ রানের দুরন্ত শতরান করেন রয়। শুক্রবারের হারের পর দ্বিতীয় একদিনের ম্যাচে চমক দিতে চাইবেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ব্লুমফন্টেইনে ব্যাটিং- এর জন্য দারুণ পিচ, টসে জিতে যেকোনো দল চাইবে দ্বিতীয় ব্যাটিং করতে।
কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে (Mangaung Oval, Bloemfontein)
কোন সময়ে শুরু হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
টিভিতে কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ ভারতে সম্প্রচারিত হবে না।
অনলাইনে কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে (FANCODE)।
A week of entertaining ODI Cricket is upon us!
Mark the ?️ #SAvENG ?#WhistleForJoburg pic.twitter.com/o5UEmFu0ov
— Joburg Super Kings (@JSKSA20) January 26, 2023