England as Asia Cup 2023 Venue: এশিয়া কাপ সম্ভাব্য স্থানে উঠে এল ইংল্যান্ডের নাম, নাজাম শেঠির সর্বশেষ পরামর্শ
Asia Cup (Photo Credit: Twitter)

এশিয়া কাপ ২০২৩-এর আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মধ্যে টানাপোড়েন এখনও চলছে। এসিসি প্রধান তথা বিসিসিআই সচিব জয় শাহ গত বছরই জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় সিনিয়র পুরুষ দল। পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, এশিয়া কাপের জন্য পাকিস্তান সফরে না গেলে চলতি বছরের শেষের দিকে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। চলমান গোলমালের মাঝেই স্থানের জন্য আকর্ষণীয় পরামর্শ দিয়েছেন শেঠি। Sports Hour-এর সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবি প্রধান বলেন, টুর্নামেন্টটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে পারে। PCB Chairman on Ahmedabad Venue: 'ভারত পাকিস্তানে খেললে আমরা ভারতে খেলব' দাবি পাক ক্রিকেট প্রধান নাজম শেঠির

ইংল্যান্ডের কথা বলতে গিয়ে শেঠি বলেন, যদি কোনো ভাবে এশিয়া কাপ বাতিল হয়ে যায় তাহলে ইংল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের কথাও মাথায় রেখেছেন তিনি। এর আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেঠি বলেন, 'ভারত যদি পাকিস্তানে আসে, তাহলে আহমেদাবাদ সহ ভারতের কোনও শহরে খেলতে সমস্যা হবে না। জয় শাহের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল সম্প্রতি 'হাইব্রিড মডেল' প্রত্যাখ্যান করেছে। শেঠি মনে করেন, যতক্ষণ না ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশে একে অপরের সঙ্গে খেলা শুরু করছে, ততক্ষণ পর্যন্ত এটাই একমাত্র সম্ভাব্য সমাধান।