আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে টেস্ট হারের হতাশা কাটিয়ে দ্রুত এগিয়ে যেতে চাইবে নিউজিল্যান্ড। গত এক বছরে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্টে হেরেছে তারা, যার প্রভাব পড়েছে তাদের ফর্মে। কেন উইলিয়ামসন (Kane Williamson) পাকিস্তান সফরে সরে যাওয়ার পর টিম সাউদি (Tim Southee) এখনও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় চোটে থাকার পর নিউজিল্যান্ডের দলে ফিরছেন কাইল জেমিসন (Kyle Jamieson)। অন্যদিকে, চলতি গ্রীষ্মে আসন্ন অ্যাশেজ সিরিজকে সামনে রেখে এই সফরের দলগঠনের সুবিধাগুলো ইংল্যান্ডের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। দুইদলের মধ্যে দুই দিনের গোলাপি বলের প্রস্তুতিমূলক খেলার ফল ড্র হয়। সিরিজের আগে খেলোয়াড়দের চাপ এড়াতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়।
Pink-ball Test match action starts tomorrow! Follow play from 2:00pm NZT LIVE in NZ with @sparknzsport & @TodayFM_nz and in the UK with @btsportcricket & @Cricket_TS 📲
Tickets | https://t.co/xLKGb1Kz3e 🎟#NZvENG pic.twitter.com/FJHwW1DQhK
— BLACKCAPS (@BLACKCAPS) February 14, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ?
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui)ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৬ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।