ENG Wins in NZ After 17 Years (Photo Credit: England Cricket/ Twitter)

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ২৬৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এর আগে শনিবারই জেমস অ্যান্ডারসন (James Anderson) ও স্টুয়ার্ট ব্রড (Stuart Broad), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne) ও গ্লেন ম্যাকগ্রাকে (Glenn McGrath) টপকে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ে নিয়েছেন। রবিবার, অ্যান্ডারসন সেশনের শুরুতেই স্কট কুগেলিন (Scott Kuggeleijn) ও টিম সাউদিকে (Tim Southee) পরপর দুই বলে আউট করেন। সম্প্রতি টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড- ৩০৬ ও ১২৬ (ড্যারিল মিচেল অপরাজিত ৫৭; জেমস অ্যান্ডারসন ৪-১৮, স্টুয়ার্ট ব্রড ৪-৪৯)।

ইংল্যান্ড- ৩২৫/৯ ও ১২৬ 374 (জো রুট ৫৭, হ্যারি ব্রুক ৫৪, বেন ফোকস ৫১, ওলি পোপ ৪৯; ব্লেয়ার টিকনার ৩-৫৫) জয়ী ২৬৭ রানে।

নিউজিল্যান্ডের মাটিতে প্রায় ১৫ বছর পর এই প্রথম টেস্ট জিতল ইংল্যান্ড, সর্বশেষ ২০০৮ সালের মার্চে নেপিয়ারে ম্যাকলিন পার্কে (McLean Park,Napier) রায়ান সাইডবটমের (Ryan Sidebottom) প্রথম ইনিংসে সাত উইকেট লাভের মাধ্যমে মাইকেল ভনের (Michael Vaughan) দলকে জয় এনে দেন। সাম্প্রতিক ১১টি টেস্টের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। গত বছরের শুরুতে ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল তাদের একমাত্র হার।