আজ ১২ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই ৬ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় দিয়ে সাকিব-আল-হাসানদের দল ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করার চেষ্টা করবে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে ১-১ সমতায় সিরিজ জিতে নির্ণায়ক ম্যাচ খেলতে। ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে সবে মাত্র একদিবসীয় সিরিজ ম্যাচ খেলেছে যা ২০২২-২৩ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। ২০১৬ সালের পর ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর। প্রথম দুটি ম্যাচ জিতেছিল ইংল্যান্ড এবং একদিবসীয় সিরিজের শেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
Modhumoti Bank Limited T20i Series: Bangladesh vs England: 2nd T20i
Watch the Match Live on: Gazi TV, T-Sports, Rabbithole, TOFFEE#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/gX9rMygZgl
— Bangladesh Cricket (@BCBtigers) March 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ?
১২ মার্চ,মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ( Shere Bangla National Stadium, Dhaka) ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ?
ইংল্যান্ডের বাংলাদেশ সিরিজের, ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।
Modhumoti Bank Limited ODI Series: Bangladesh vs England broadcasters in different territories pic.twitter.com/9IKeWZC6bY
— Bangladesh Cricket (@BCBtigers) February 28, 2023