Ashes (Photo Credit: Twitter)

আজ থেকে অ্যাসেজে ফিরতে চলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০২১-২২ সালে শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হিসেবে অ্যাসেজে প্রবেশ করবে অস্ট্রেলিয়া। এদিকে এই অ্যাসেজ সিরিজ হবে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচ। ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটিশ দ্বীপপুঞ্জে ফিরেছে অ্যাসেজ। ২০১৯ সালের শেষবার সিরিজটি ২-২ ব্যবধানে শেষ হয়। যেখানে হেডিংলি টেস্টে সহ স্টোকস এককভাবে একটি উল্লেখযোগ্য এবং স্মরণীয় জয় তুলেছিলেন। অ্যাসেজ নিজেদের আগ্রাসী ও আক্রমণাত্মক 'ব্যাজবল' ক্রিকেটকে কাজে লাগানোই হবে ইংল্যান্ডের লক্ষ্য। কারন ২০১৭-১৮ মরসুমের পর থেকে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের ২ ম্যাচের তুলনায় অস্ট্রেলিয়া ১০টি ম্যাচ জিতেছে। অন্যদিকে, প্যাট কামিন্স ও তাঁর দল ইংল্যান্ডে নিজেদের ছন্দ ধরে রাখার চেষ্টা করবে, কারণ এখন আইসিসির সেরা ৩ টেস্ট ব্যাটসম্যানের পাশাপাশি বিধ্বংসী পেস আক্রমণ এবং বেঞ্চে আরও সুযোগ রয়েছে।

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ?

১৬ জুন ঢাকার বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham)প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ?

২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।