আজ ১৫ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচে জয়-পরাজয় নিয়ে এখন পর্যন্ত ভালোই পারফর্ম করেছে ইংল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানকে তাদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে। দুই ম্যাচেই তারা হেরেছে। পয়েন্ট টেবিলে তারা যথাক্রমে পঞ্চম ও নবম স্থানে রয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামের ট্র্যাক ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক। পেসাররা পিচের ডাবল-পেসড প্রকৃতি ব্যবহার করতে পারে এবং ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। দলগুলো টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে গড়ে ২২৮ রান সংগ্রহ করে। ENG vs AFG, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপে প্রথম জয় কি তুলবে আফগানরা নাকি শক্তি প্রদর্শন করবে বাটলার বাহিনী; সরাসরি দেখবেন যেখানে
Jos Buttler wins the toss, England will bowl first in their World Cup clash with Afghanistan in Delhi#ENGvAFG #CWC23
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 15, 2023
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, দলে কোনো পরিবর্তন নেই। এদিকে আফগানিস্তান দলে এসেছেন ইকরাম আলিখিল এবং বাদ পড়েছেন নাজিবুল্লাহ জাদরান।
ইংল্যান্ডের একাদশ: দাওয়িদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, ইকরাম আলিখিল , মুজিব-উর-রহমান, রাশিদ খান, ফজল-হক ফারুকী, নবীন-উল-হক।