জ্যাক লিচের (Jack Leach) বদলি হিসেবে ইংল্যান্ডের একাদশে ডাক পাওয়ার পর শুক্রবার বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হতে যাচ্ছে ২০ বছর বয়সী শোয়েব বশিরের (Shoaib Bashir)। গত সপ্তাহে হায়দরাবাদে ২৮ রানের জয়ের মাঝামাঝি সময়ে দলের সঙ্গে যোগ দেন বশির৷ তবে জ্যাক লিচের বদলি হিসেবে সরাসরি দলে ঢুকবেন তিনি৷ প্রথম দিন ফিল্ডিং করার সময় বাঁ হাঁটুতে চোট পান লিচ৷ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) টেস্টের প্রাক্কালে আরও একটি পরিবর্তন নিশ্চিত করেছেন, হায়দরাবাদে একই ভূমিকায় উইকেটশূন্য থাকা মার্ক উডের (Mark Wood) পরিবর্তে জেমস অ্যান্ডারসন (James Anderson) একমাত্র পেসার হিসাবে দলে ফিরেছেন। এটি অ্যান্ডারসনের ১৮৪ তম টেস্ট ম্যাচ, এবং ২০২৪ সালের প্রথম। লেগস্পিনার রেহান আহমেদও (Rehan Ahmed) হায়দরাবাদে সীমিত ভূমিকার পরে তার জায়গা ধরে রেখেছেন। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে অভিষেক হয় তাঁর। এদিকে টম হার্টলি (Tom Hartley) তার দ্বিতীয় টেস্ট খেলবেন, প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। Jack Leach Update, IND vs ENG: চোটের কারণে ভাইজাগ টেস্টে বাদ ইংলিশ স্পিনার জ্যাক লিচ
ইংল্যান্ডের দলঃ জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোক্স (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।
দেখুন পোস্ট
In come the veteran and another debutant 🏴 #INDvENG
James Anderson, Shoaib Bashir ✔️
Mark Wood, Jack Leach ✖️ pic.twitter.com/cT4pAXMvxg
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 1, 2024