এমার্জিং এশিয়া কাপে (Emerging Asia Cup 2023) স্বপ্নভঙ্গ ভারতীয় 'এ' দলের। গ্রুপ পর্বের হারের মধুর বদলা নিয়ে এমার্জিং এশিয়া কাপ ট্রফি নিজেদের দখলে রাখল পাক এ দল। গতকাল (২৩ জুলাই,২০২৩) ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশ ধূল। টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান এ ফাইনাল ম্যাচে জয়ের জন্য ভারত এ কে ৩৫৩ রানের বিশাল টার্গেট দেয়। পাকিস্তান দলের পক্ষে তায়েব তাহির দুর্দান্ত ব্যাটিং করে ১০৮ রানের ইনিংস খেলেন। ইন্ডিয়া এ-এর হয়ে রিয়ান পরাগ ও রাজ্যবর্ধন ২-২ উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারতের এ দলও। দুই ওপেনার সাই কিশোর এবং অভিষেক শর্মা ৬৪ রানের জুটিও বাঁধেন। কিন্তু সাই কিশোর আউট হতেই যেন ভাঙন শুরু হয়। অধিনায়ক যশ ধুল করেন ৩৯। একা অভিষেক শর্মা ৬১ রানের ভাল একটি ইনিংস খেলেন। বাকি লোয়ার মিডল অর্ডারে রিয়ান পরাগ, ধ্রুব জুরেলদের মতো নিয়মিত আইপিএল (IPL) খেলা তারকারও চূড়ান্ত ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ভারতীয় দল ২২৪ রান করে অল আউট হয়ে যায়।
Congratulations Pakistan! Great to see what the boys have achieved. Keep shining boys 👏🏼🇵🇰#IamGAME #EmergingAsiaCup #Cricket #Pakistan pic.twitter.com/vT9OpvdSSm
— Muhammad Nawaz (@mnawaz94) July 23, 2023
India lost the Emerging Asia Cup 2023 Final by 128 runs. pic.twitter.com/XcPLChUFk2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 23, 2023