লন্ডন, ২০ এপ্রিল: কোমা (Coma) থেকে বের হলেন নেদারল্যান্ডসের পুরুষ ক্রিকেট দলের (Netherlands Men's Cricket Team) প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল (Ryan Campbell)। যদিও তিনি আইসিইউ-তে রয়েছেন। শনিবার হৃদরোগে আক্রান্ত হন ক্যাম্পবেল। পঞ্চাশ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার শনিবার বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি কোমায় চলে যান।
সম্প্রতি দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ক্যাম্পবেল। সেখানে তিন ম্যাচের এক দিনের সিরিজ ০-৩ ব্যবধানে হারে নেদারল্যান্ডস। সফর সেরে সাত দিনের ছুটি নিয়ে পার্থে নিজের বাড়ি ফিরেছিলেন ক্যাম্পবেল। রায়ানের ভাই মার্ক ক্যাম্পবেল বলেন, "রায়ান জেগে উঠেছেন। চিকিৎকরা এখন তাঁর হার্টে কী সমস্যা আছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন।" আরও পড়ুন: Sharapova Announces Pregnancy: মা হতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা