৩ ফেব্রুয়ারি, শুক্রবার ডারবানের কিংসমিডে (Kingsmead, Durban) এসএ২০ (SA20)-এর ২৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ডার্বান সুপার জায়ান্টস (Durban Super Giants) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) বিপক্ষে হার দিয়ে শুরু করে এডেন মার্করামের (Aiden Markram) সানরাইজার্স। তবে দুরন্ত প্রত্যাবর্তন করে তারা এখন ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, সুপার জায়ান্টরা লড়াই করেছে নিচ থেকে উপড়ে ওঠার। বৃহস্পতিবার নিউল্যান্ডসে এমআই কেপ টাউনকে ( MI Cape Town) পাঁচ উইকেটে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা।
Now screening: 🏏 𝘽𝙖𝙩𝙩𝙡𝙚 𝙤𝙛 𝙩𝙝𝙚 𝙂𝙞𝙖𝙣𝙩𝙨 💪
The in-form @DurbansSG take on @SunrisersEC at 🏠
You don't want to miss this one! 😉
LIVE action unfolds on Feb 3, 8:30 PM, on #JioCinema, #Sports18 & @ColorsTvTamil 📺 📲#SA20 #SA20onJioCinema #SA20onSports18 pic.twitter.com/ND1ytXXLZZ— JioCinema (@JioCinema) February 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ডার্বান সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলা?
৩ ফেব্রুয়ারি, ডারবানের কিংসমিডে (Kingsmead, Durban) ডার্বান সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ডার্বান সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলা?
এসএ২০ ২০২৩-এর ডার্বান সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।