দলীপ ট্রফিতে শাহবাজ নাদিমকে সহ-অধিনায়ক করে পূর্বাঞ্চলের নেতৃত্ব দেবেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরন। এক মাসের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ নিয়ে ঘরোয়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পূর্বাঞ্চলের নির্বাচকরা অবাক হন যখন জানতে পারেন যে, ১২ জুলাই থেকে ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার ঠিক আগে প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলতে চান না কিষাণ। এদিকে, অসমের অলরাউন্ডার রিয়ান পরাগের নাম ঘোষণা করা হয়েছে ১৫ জনের দলে। উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও মুকেশ কুমারকে দলে নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির টুর্নামেন্টে বাংলার তরুণ পেসার ঈশান পোড়েল ও স্পিনার অনুকূল রায়ও জায়গা পেয়েছেন।
দেখুন পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের দল
— CricTracker (@Cricketracker) June 15, 2023
ভারতের ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে ছয়টি আঞ্চলিক দল নকআউট পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। গত বছরের মতো এবারও দলীপ ট্রফির আয়োজন করবে বেঙ্গালুরু। ৬টি জোনের মধ্যে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত দলীপ ট্রফি খেলা হবে: উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব। আগের বছরের ফাইনালিস্ট দক্ষিণ ও পশ্চিমের দল সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। বাকি চারটি দল দুটি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনালে দক্ষিণ ও পশ্চিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে।
দেখুন উত্তরাঞ্চলের স্কোয়াড
The squads for the North Zone, West Zone, and East Zone are announced for Duleep Trophy 2023.
The tournament kicks off on June 28 in Bengaluru.#DuleepTrophy #India pic.twitter.com/PhmSoimVTD
— CricTracker (@Cricketracker) June 15, 2023