রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেট-রক্ষক ব্যাটার দীনেশ কার্তিক মঙ্গলবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭ বলে ৩০ রানের ক্যামিও করার পরে আউট সময় প্রচণ্ড অসুস্থ বোধ করেছিলেন এবং সেই কারণ মুম্বাই ইনিংসের সময় উইকেটের পেছনে তাঁকে দেখা যায়নি। ৩৭ বছরের কার্তিক আউট হওয়ার পর পিচ থেকে সরে যাওয়ার সময় তাঁকে মাথা নিচু করে কাশতে দেখা যায়। মাঠের মধ্যে প্রায় বমি করে ফেলেন তিনি। ম্যাচ শেষে আরসিবির প্রধান কোচ তথা প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় বাঙ্গার বলেন, কার্তিকের শরীর ভাল না থাকলেও তিনি ব্যাট করতে নামেন। তিনি আরও জানান, অসুস্থ বোধ করায় ডাগআউটে ফিরে এসে বমি করেন দীনেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাঙ্গার বলেন, ইনিংস চলাকালীনই অসুস্থ বোধ করতে শুরু করেন দীনেশ। সামান্য ডিহাইড্রেশন হয়েছে, আউট হওয়ার পর বমিও করেছেন। তাঁদের আগামী খেলায় ৩-৪ দিনের ব্যবধান আছে, আশা করা যায় তিনি ওষুধ নিয়ে ততদিনে তিনি সুস্থ হয়ে যাবেন।
Dinesh Karthik coughs continuously, nearly vomited while walking back after getting out #news #dailyhunt https://t.co/P7bSQtt98R— Dailyhunt (@DailyhuntApp) May 10, 2023
বাঙ্গার বলেছেন, কার্তিক তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং লিগ ম্যাচ এবং প্লে-অফের বাইরে যদি টুর্নামেন্টে আরও গভীরে যেতে হয়, তাহলে তার বড় ভূমিকা রয়েছে। আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৬৫ রান ও গ্লেন ম্যাক্সওয়েলের ৬৮ রান করে তৃতীয় উইকেটে ১২০ রানের পার্টনারশিপ গড়েন। তারপর ১৭ বলে ৩০ রান করে স্কোর ২০ ওভারে ১৯৯ রানে শেষ করে আরসিবি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদবের ৩৫ বলে ৮৩ রানের ইনিংস এবং নেহাল ওয়াধেরার সঙ্গে তাঁর ১৪০ রানের পার্টনারশিপের সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।