Dhananjaya de Silva & Kamindu Mendis (Photo Credit: ESPNCricinfo/ X)

ধনঞ্জয়া ডি সিলভার শতকঃ শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন ধনঞ্জয়া ডি সিলভা (Dhananjaya de Silva)। সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দিনেই শতক করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে বিপর্যস্ত হয়ে পড়ায় ডি সিলভার ইনিংস ছিল নায়কের মতো। সব মিলিয়ে এটি তার ১১তম টেস্ট সেঞ্চুরি। ডি সিলভা যখন ব্যাট করতে আসেন তখন শ্রীলঙ্কার স্কোর ছিল ৪৭/৪। শীঘ্রই স্কোর ৫ উইকেটে ৫৭ রানে নেমে যায়। এরপর কামিন্দু মেন্ডিসের সঙ্গে নিয়ে ২০২ রানের জুটি গড়ে সফরকারীদের উদ্ধার করেন শ্রীলঙ্কা অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে আট টেস্টে ৫৫.১৬ গড়ে ৬৬২ রান করেছেন ডি সিলভা। পছন্দের বিরোধীদের বিরুদ্ধে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি সঙ্গে রয়েছে একটি অর্ধশতকও, উল্লেখ্য এদিকে বাংলাদেশের মাটিতে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। Matheesha Pathirana, IPL 2024: হ্যামস্ট্রিং চোটে আইপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা

কামিন্দু মেন্ডিসের শতকঃ টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)।সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দিনে শতক করেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। উল্লেখ্য, মেন্ডিস তার মাত্র দ্বিতীয় টেস্টেই প্রথম শতক করলেও তাঁর প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টের ব্যবধান প্রায় ২০ মাস। কামিন্দু যখন মাঝখানে এসে তার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সাথে যোগ দেন তখন শ্রীলঙ্কা চরম বিপদে। উভয় ব্যাটসম্যানই অসাধারণ ব্যাটিং করেন, তবে সেঞ্চুরি করেই আউট হন কামিন্দু। ১২৭ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।