ইন্টারন্যাশনাল লিগ টি-২০ ( International League T20 2023)-এর ২১ তম ম্যাচে রবিবার ২৯ জানুয়ারি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) মুখোমুখি হবে ডেজার্ট ভাইপারস (Desert Vipers) এবং এমআই এমিরেটস (MI Emirates)। শেষ ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে সাত উইকেটে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেজার্ট ভাইপারস। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। আর ছয় ম্যাচে মাত্র তিন জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এমআই এমিরেটস।
কবে, কোথায় আয়োজিত হবে ডেজার্ট ভাইপারস বনাম এমআই এমিরেটসের খেলা?
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) ডেজার্ট ভাইপারস বনাম এমআই এমিরেটসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ডেজার্ট ভাইপারস বনাম এমআই এমিরেটস?
আন্তর্জাতিক লিগ ২০২৩-এর ডেজার্ট ভাইপারস বনাম এমআই এমিরেটসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।
Time for ?????????? ?
Can #MIEmirates make things right or will #DesertVipers prevail?
Find out, LIVE from 7:30 PM - #DVvMIE ??#CricketOnZee #Bawaal #DPWorldILT20 | @ZeeZest_ @zeecinema @ZeeBanglaCinema @zeethirai @AndPicturesIN @AndFlix @ZEE5Shows @ZEE5Global pic.twitter.com/URHNdeUi4O
— Zee Cricket (@ilt20onzee) January 29, 2023