আজ ১৬ মার্চ মহিলা প্রিমিয়ার লিগে (Womens Premier League) ২০২৩-এর ১৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals Women) ও গুজরাত জায়ান্টস (Gujarat Giants)। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু মেগ ল্যানিংয়ের দল এখনও চাইবে টুর্নামেন্টে নিজেদের ছন্দ ধরে রাখতে। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসই ফেভারিট। স্নেহ রানার গুজরাত জায়ান্টস এই টুর্নামেন্টে ভাল খেলেনি, পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি। দিল্লি ক্যাপিটালসকে হারাতে হলে তাদের দারুণ খেলতে হবে।
Your 📑 to everything you need to know about #DCvGG!
Read our Match Preview ➡️ https://t.co/tZP4UN1Tnl#TATAWPL #YehHaiNayiDilli pic.twitter.com/PyZLy4e2fh
— Delhi Capitals (@DelhiCapitals) March 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস মহিলা প্রিমিয়ার লিগ?
মহিলা প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।