আজ ১৩ মে আইপিএলের ষোড়শ আসরের ৫৯ নম্বর ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ এটি। শীর্ষ চারের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের মতো তারকারা তাঁদের খেলায় মুগ্ধ করলেও চলতি মরসুমে ব্যাটিং ইউনিট নিয়ে প্রথম থেকেই ভুগেছে ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তলানিতে আজ চেষ্টায় থাকবে জয় পেয়ে পাঞ্জাবের প্লে-অফের স্বপ্ন ভঙ্গ করা। অন্যদিকে, পাঞ্জাব কিংসের কথা বলতে গেলে পুরো টুর্নামেন্টই ভাল-খারাপ মিশিয়ে। ১১ ম্যাচে ৫ জয় নিয়ে এখনো প্লে অফের দৌড়ে আছে তারা। তবে এখন কোনো ম্যাচ হারার সুযোগ নেই তাঁদের। শেষ চার ম্যাচের তিনটিতে পাঞ্জাব হেরে গেলেও লিয়াম লিভিংস্টোন ও অর্শদীপ সিংহ যেকোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারেন।
Dhol nagaade bajaakar, we are ready to welcome Punjab Kings at #QilaKotla 🥁🕺#NeelaPehenKeAana aur Northern Derby - Round 1 mein roar machana 🥳#YehHaiNayiDilli #IPL2023 #DCvPBKS @davidwarner31 pic.twitter.com/Ky5VLOM1EN— Delhi Capitals (@DelhiCapitals) May 13, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
১৩ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস।
কখন থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস, আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।