Sachin Tendulkar

কেরলের এর্নাকুলামে এক ধর্মীয় প্রার্থনা সভায় বিস্ফোরণের ঘটনায় সোশ্য়াল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন দেশের প্রাক্তন মহাতারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এক্স প্ল্য়াটফর্মে সচিন লিখলেন, " কেরলে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক পেয়েছি। দুর্গতদের পরিবারকে সমাবেদনা জানাই, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।"

বাম শাসিত কেরলে ঘটনা পরপর তিনটি বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়, আহত অন্তত ৩৬ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তদন্তভার দেওয়া হয়েছে NIA-কে।

দেখুন সচিনের বার্তা

সরকারের কোনও ঘোষণা বা প্রকল্পের প্রশংসা ছাড়া, দেশের সাম্প্রতিক ইস্য়ু নিয়ে সেভাবে সরব হতে দেখা যায় না -কে সচিনকে। মণিপুরের উত্তাল অবস্থা নিয়ে সচিন কখনই কোনও কথা বলেননি। তবে বাম শাসিত ভগবানের আপন দেশ হিসেবে পরিচিত রাজ্য বিস্ফোরণ নিয়ে টুইট করলেন ক্রিকেটের ভগবান।