
Chennai Super Kings vs Mumbai Indians, IPL 2025: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫ (IPL 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আইপিএলের এই মরসুমের এটি প্রথম ডাবলহেডার ম্যাচের দিন। আজকের রাতের ম্যাচে মুখোমুখি হবে সিএসকে বনাম এমআই (CSK vs MI)। আজ, রবিবার (২৩ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এমআই পাঁচবারের চ্যাম্পিয়ন এবং তাদের কাছ থেকে প্রত্যাশা বেশি । তবে সিএসকের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) পাবে না তাঁরা। হার্দিক পরের ম্যাচে ফিরলেও বুমরাহর ফিরতে এখনও এপ্রিল। গতবার প্লে অফে উঠতে না পারায় চেন্নাই সুপার কিংসও তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চাইবে। এমএস ধোনি (MS Dhoni) ছাড়াও দলে রয়েছেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana), নূর আহমেদ (Noor Ahmad), রাচিন রবীন্দ্রের (Rachin Ravindra) মতো তারকারা। CSK vs MI, IPL 2025 Dream11 Prediction: আজ সিএসকে বনাম এমআইয়ের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫
Our warriors take centre stage tonight 🔥⚔️#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #CSKvMI pic.twitter.com/SHhUxK1C0r
— Mumbai Indians (@mipaltan) March 23, 2025
চেন্নাই সুপার কিংস স্কোয়াডঃ রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এমএস ধোনি (উইকেটরক্ষক), স্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, কমলেশ নাগরকোটি, নাথান এলিস, মুকেশ চৌধুরী, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, খলিল আহমেদ, জেমি ওভারটন, শেখ রশিদ, অংশুল কাম্বোজ, শ্রেয়স গোপাল, নূর আহমেদ, গুরজাপনিত সিং, রামকৃষ্ণ ঘোষ, আন্দ্রে সিদ্ধার্থ সি, বংশ বেদী।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, নমন ধীর, রায়ান রিকেলটন, রবিন মিঞ্জ (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, জসপ্রিত বুমরাহ, রিস টপলি, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজীব উর রহমান, কৃষ্ণান শ্রীজিত, কর্ণ শর্মা, করবিন বশ, রাজ বাওয়া, অর্জুন তেন্ডুলকর, বেভন জ্যাকবস, অশ্বিনী কুমার, সত্যনারায়ণ রাজু, ভিগ্নেশ পুথুর।
আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
২৩ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।