লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এর ১৬ নম্বরে ম্যাচে আজ ১৩ আগস্ট মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স ও বি-লাভ ক্যান্ডি। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিরোশান ডিকওয়েলার নেতৃত্বাধীন স্ট্রাইকাররা ছয় ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। তবে তাদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি। ক্যান্ডিকে হারাতে পারলে গ্যাল টাইটানসকে চতুর্থ স্থান থেকে টপকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু হারলেই টাইটান্সের বিপক্ষে তাদের শেষ লিগের ম্যাচটি অবশ্যই জিততে হবে। অন্যদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বাধীন ক্যান্ডি ইতোমধ্যেই প্লে-অফে জায়গা করে নিলেও শীর্ষ দুইয়ে জায়গা পাকা করতে পারেনি। স্ট্রাইকারদের বিরুদ্ধে একটি জয় তাদের প্রথম বাছাইপর্বে ডাম্বুলা আউরার মুখোমুখি হবে। আট পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ক্যান্ডি দ্বিতীয় স্থানে রয়েছে। দুই হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। Jaffna Kings vs Galle Titans, LPL Live Streaming: জাফনা কিংস বনাম গাল টাইটানস, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)
Dambulla Aura continued their impeccable form as they dealt the Strikers a powerful blow!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/dsK8HFXU7Y— LPL - Lanka Premier League (@LPLT20) August 13, 2023
কলম্বো স্ট্রাইকার্সঃ পাথুম নিসাঙ্কা, বাবর আজম (অধিনায়ক), নুয়ানিদু ফার্নান্দো, ইফতিকার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, লাহিরু উদারা (উইকেটকিপার), চামিক করুনারত্নে, রমেশ মেন্ডিস, নাসিম শাহ, লক্ষণ সান্দাকান, মাথেশা পাথিরানা।
বি-লাভ ক্যান্ডিঃ ফখর জামান, দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), মহম্মদ হারিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসিফ আলি, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), ইসুরু উদানা, দুষ্মন্ত চামিরা, মুজিব উর রহমান, নুয়ান প্রদীপ।
কবে, কোথায় আয়োজিত হবে কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
১৩ আগস্ট কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) লঙ্কা প্রিমিয়ার লীগে মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স ও বি-লাভ ক্যান্ডি।
কখন থেকে শুরু হবে কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি ম্যাচটি ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে কলম্বো স্ট্রাইকার্স বনাম বি-লাভ ক্যান্ডি ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।