ক্রিকেট বিশ্বে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান মরসুমকে ঘিরে আলোচনা মাঝে আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুত ভারতীয় তারকা। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে সাসেক্সের হয়ে টানা তৃতীয় শতরান করলেন চেতেশ্বর পূজারা। গত মাসের শুরুতে সাসেক্স ক্যাম্পে ফিরে পূজারা দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। ৬ এপ্রিল ডারহামের বিপক্ষে উদ্বোধনী ইনিংসে ১১৫ রান করেন পূজারা। ২৭ এপ্রিল গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেন পূজারা। এরপর শুক্রবার ১৯টি বাউন্ডারি ও একটি একক ছক্কায় পূজারা সাসেক্সের হয়ে ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে ১৮৯ বলে ১৩৬ রান করেন। ইনিংসের শুরুতেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অসাধারণ এক রেকর্ড গড়েন তিনি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফরের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে এই ফরম্যাটে ১৯ হাজার রান করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান তিনি।
It's just what Pujara does. 💫
💯 @cheteshwar1 pic.twitter.com/hgMWnxDn8T
— Sussex Cricket (@SussexCCC) May 5, 2023
সেঞ্চুরিটি তাকে ৬০টি প্রথম-শ্রেণীর সেঞ্চুরির মহান বিজয় হাজারের কীর্তির সমান করতে সহায়তা করে। সচিন ও গাভাস্কার ৮১টি করে ইনিংস খেলে শীর্ষে রয়েছেন। এই ম্যাচে পূজারা স্টিভ স্মিথের সঙ্গে পার্টনারশিপ নিয়ে বেশ কিছু কথা বলেন, যার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নামবেন তিনি। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়েন স্মিথ। ৫৭ বলে ৩০ রান করা স্মিথ জশ টংয়ের বলে আউট হন। তিনি ইনিংসে পূজারার উইকেটও তুলে নেন।
Cheteshwar Pujara and Steven Smith together for Sussex. pic.twitter.com/SjXGk6GQWL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 5, 2023