চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে দুশো ম্যাচ খেলেছিলেন। সোমবার ফের একটি কীর্তি গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকে-র হয়ে ২০০-তম ম্যাচ খেলে জেতার পর ধোনি বললেন, সাফল্যের গ্যারান্টি নেই ফিটনেস আছে। ৪৫ রনে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের প্রমাণিত হল বয়স বাড়লেও ক্যাপটেন কুলের পারদর্শিতার ধার এতটুকুও কমেনি। জয় এনে দিয়ে সিএসকে-র ২০০-তম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মাহি। এদিন ব্যাট হাতে ২৬ ও বোলিং করতে এসে ৩ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে ‘ক্যাপ্টেন কুল’এর সিএসকে-কে ৪৫ রানে জয় এনে দিলেন মইন আলি। ফলে সঞ্জু স্যামসনদের ব্যাটিং ব্যর্থতার জন্য জলে গেল চেতন সাকারিয়ার লড়াই। আরও পড়ুন-Walter Mondale Passes Away: প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ম্যান্ডেলের জীবনাবসান
৯ উইকেটে ১৪৩ রানে থেমে গেল রাজস্থান রয়্যালস।তবে শুধু মইন নন, ব্যাটে রান না পেলেও বল হাতে এক ওভারে চমক দিয়ে রাজস্থান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন রবীন্দ্র জাডেজা। ধোনির দল স্কোর বোর্ডে ৯ উইকেটে ১৮৮ রান তুললেও হলুদ বাহিনীর তারকাদের ব্যাটে বড় রান কিন্তু এল না। ফ্যাফ দু’প্লেসি (৩৩), মইন আলি (২৬), সুরেশ রায়না (১৮), অম্বাতি রায়ডু (২৭) থেকে খোদ অধিনায়ক মাহি (১৮) সবাই শুরুটা ভাল করলেও রাজস্থানের বোলাররা বারবার আঘাত হানলেন। আইপিএল-এর অভিষেক ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন চেতন সাকারিয়া।
বলা বাহুল্য, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসকে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট ঝুলিতে পুরেছে চেন্নাই সুপার কিংস। সবমিলিয়ে চলতি মরশুমে দুই নম্বরে উঠে এসেছে সিএসকে।