Fortune Barishal (Photo Credit: Bangladesh Cricket/ X)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2024) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে (Rangpur Riders) ৬ উইকেটে হারানোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) মুখোমুখি হবে ফরচুন বরিশাল (Fortune Barishal)। টসে হেরে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় তামিম ইকবাল। কিন্তু রনি তালুকদার (৮), মেহেদী হাসান (২), সাকিব আল হাসান (১) ও নিকোলাস পুরানের (৩) উইকেট হারিয়ে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রভাব ফেলতে ব্যর্থ হন। তবে জেমস নিশাম (২৮) ও শামীম হোসেন (৫৯) ২০ ওভারে ৭ উইকেটে স্কোর ১৪৯ রানে নিয়ে যায়, বরিশালের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন জেমস ফুলার। জবাবে মেহেদী হাসান মিরাজ (৮) ও তামিম ইকবাল (১০) আগেই বিদায় নেন। তবে সৌম্য সরকার (২২), মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স (২৮) উইলো হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। রহিম ৩৮ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ডেভিড মিলারও ১৮ বলে ২২* রান করে শেষ পর্যন্ত টিকেছিলেন। ১৮.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল। Shaheen Bowled Out Rizwan Video: দেখুন, পাকিস্তান সুপার লিগে শাহিনের সুইংয়ে ক্লিন-বোল্ড রিজওয়ান

দেখুন স্কোরকার্ড

ম্যাচ সেরা