Bhuvneshwar Kumar (Photo Credit: @ABsay_ek/ X)

দীর্ঘ ছয় বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের শেষ ম্যাচ খেলা মেরঠের এই ক্রিকেটার আগামী রঞ্জি ট্রফি মরসুমে উত্তর প্রদেশের হয়ে মাঠে নামবেন। সাদা বলে উত্তরপ্রদেশের হয়ে দুর্দান্ত মরসুম কাটিয়েছেন ভুবনেশ্বর। বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৬ উইকেট নিয়েছেন তিনি। এখন ঘরোয়া ক্রিকেটে তাঁর মতো কেউ নেয় যে দু'দিক দিয়ে হাওয়ায় বল নাড়াতে পারে। কাগজে-কলমে ইতিমধ্যেই হুমকি দেওয়া এই পেসার উত্তর প্রদেশের বোলিং আক্রমণে দারুণ সংযোজন। যদিও কেরলের বিরুদ্ধে ৫ জানুয়ারি উত্তরপ্রদেশের ম্যাচ মিস করবেন ভুবনেশ্বর। ইউপিসিএ'র সিলেকশন অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান গোপাল শর্মার মতে, ব্যক্তিগত কিছু কারণে থেকে দ্বিতীয় ম্যাচে খেলবেন তিনি। Rohit-Virat Gold Video: সেঞ্চুরিয়ানে দুরন্ত ইনিংস খেলা কোহলির পিঠ চাপড়ে দিলেন অধিনায়ক রোহিত, দেখুন ভিডিও

ভুবনেশ্বর ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন কিন্তু চোটের কারণে সরে আসতে বাধ্য হন। এরপর ২০১৯ সাল থেকে কেবলমাত্র সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতেন তিনি।

নীতিশ রানাকেও (Nitish Rana) উত্তরপ্রদেশের প্রথম ম্যাচে পাওয়া না গেলেও দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে প্রথম ম্যাচ থেকেই কুলদীপ যাদব (Kuldeep Yadav), রিঙ্কু সিং (Rinku Singh), ধ্রুব জুরেলের (Dhruv Jurel) মতো তারকা ক্রিকেটাররা উত্তরপ্রদেশের হয়ে খেলতে পারবেন। যদিও রিঙ্কু এবং ধ্রুব দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে বেনোনিতে অনানুষ্ঠানিক টেস্ট খেলছে।

কেরলের বিরুদ্ধে উত্তর প্রদেশের রঞ্জি ট্রফির দল-: আরিয়ান জুয়াল, মাধব কৌশিক, স্মার্ট সিং, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, সমীর রিজভি, করণ শর্মা, অক্ষদীপ নাথ, প্রিয়ম গর্গ, প্রিন্স যাদব, যশ দয়াল, অঙ্কিত রাজপুত, কার্তিক ত্যাগী, কুলদীপ যাদব এবং সৌরভ কুমার।