ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনালের পর ১২ মার্চ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে প্রথমার্ধের ১৩ মিনিট বাকি থাকতেই মুম্বইকে রুখে দেয় বেঙ্গালুরু। ১-০ গোলের জয়ে সাইমন গ্রেসনের দল তাদের জয়ের যাত্রা দশ ম্যাচে বাড়িয়ে নেয়। তাদের সাফল্যের মূল কারণ তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখা। অন্যদিকে, গোটা অভিযান জুড়েই মুম্বই সিটি এফসিকে অপ্রতিরোধ্য দেখায়। তবে গত একমাসে তারা হোঁচট খেয়েছে, কারণ গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় টানা তিন ম্যাচ হেরেছে। তা সত্ত্বেও সামনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকবে দেস বাকিংহাম ও তার দল। এছাড়াও একটি দৃঢ় বিশ্বাস রয়েছে যে তারা খেলা ঘুরিয়ে দিতে পারবে।
𝗠𝗮𝘁𝗰𝗵𝗱𝗮𝘆 𝗮𝘁 𝘁𝗵𝗲 𝗞𝗮𝗻𝘁𝗲𝗲𝗿𝗮𝘃𝗮 🔥#TheIslanders are heels down in the Garden City for the second leg of the #HeroISL Semifinal 🆚 Bengaluru FC 💪
LET’S GO, MUMBAI! 💙#BFCMCFC #TrophyLekeAa #MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/97PIYrvIP9
— Mumbai City FC (@MumbaiCityFC) March 12, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি সেমিফাইনাল?
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি সেমিফাইনাল-এর ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি সেমিফাইনাল?
ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি সেমিফাইনাল-এর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।