রঞ্জি ট্রফির এই মরসুমের শেষ ম্যাচ তথা ফাইনালে বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামছে বাংলা। জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) প্রত্যাবর্তনে ৩৩ বছর পর রঞ্জি ট্রফির শিরোপা জিততে মাঠে নামবে সৌরাষ্ট্র। বাংলা শুধু শিরোপা জেতার জন্য ক্ষুধার্ত নয়, তাদের মনে
রয়েছে প্রতিশোধ। শেষবার ২০২০ সালে বাংলা ফাইনাল খেলেছিল রাজকোটে। সেখানে রাজকোটে নিজেদের মাঠে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতেই চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র।
🏆 THE FINAL! Which team will win the Ranji Trophy 2022-23?
📺 The final starts today at 9:30 AM IST & you can watch it on Disney+ Hotstar!#RanjiTrophy #TeamIndia #bengal #saurashtra #RanjiTrophyFinal pic.twitter.com/PreBUHE191
— The Sportz (@TheSportz_) February 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ?
কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ?
বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। অনলাইনে দেখতে পাবেন ডিজনি+হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।