IPL: আগামী আইপিএল-র আসর বসবে ভারতেই, নিশ্চিত করলেন বোর্ড সচিব জয় শাহ
IPL Trophy. (Photo Credits: Twitter)

আগামী মরসুমের আইপিএল (IPL)-র আসর আর বিদেশের মাটিতে নয়, আসর বসবে ভারতেই। আজ এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI secretary Jay Shah)। চেন্নাই সুপার কিংস দলের একটি অনুষ্ঠানে একথা জানান জয়। তিনি বলেন, "আমি জানি আপনারা সবাই চিপকে চেন্নাই সুপার কিংসের খেলা দেখার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, ওই মুহূর্ত খুব বেশি দূরে নয়। আইপিএল-র ১৫ তম মরসুম ভারতেই অনুষ্ঠিত হবে। দুটি নতুন দল যোগ দেওয়ার পর এটি আগের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ হবে।"

গত মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতেই শুরু হয়েছিল। কিন্তু একাধিক খেলোয়াড় কোভিড আক্রান্ত হয়ে পড়েন। টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাকি ম্যাচগুলি হয়। এর আগে, ২০২০ সালের আইপিএলও সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। আরও পড়ুন: Eden Gardens: ইডেন ম্যাচে প্রথম একাদশ নিয়ে সোজাসাপটা অধিনায়ক রোহিত শর্মা

গতকালই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ (Sourav Ganguly) গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, ভিনদেশে নয়, আগামী বছর আইপিএল আয়োজিত হবে ভারতেই।