ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের (India vs England Test 2021) জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ৪ ম্যাচের সিরিজ এখন ১-১ হয়ে রয়েছে। তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে গুজরাতের মোহালির সর্দার প্যাটেল স্টেডিয়ামে। গোলাপী বলের তৃতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উমেশ যাদব আমেদাবাদে দলে যোগ দেবেন এবং ফিটনেস টেস্টে উতরালে তবেই তিনি শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে আসবেন। তৃতীয় টেস্ট না খেললে শার্দুল বিজয় হাজারে ট্রফি খেলতে চলে যাবেন। এছাড়াও অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ নাদিম এবং প্রিয়ঙ্ক পঞ্চালকেও আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য ছেড়ে দিয়েছে বিসিসিআই। দ্বিতীয় টেস্টের সময় চোট পাওয়া ব্যাটসম্যান শুভমন গিলকে শেষ দুটি টেস্টে দলে রাখা হয়েছে।
এক নজরে ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), আর অশ্বিন , কুলদীপ যাদব, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।
Umesh Yadav will join the team in Ahmedabad and after his fitness assessment will replace Shardul Thakur, who will be released for Vijay Hazare Trophy.#INDvENG
— BCCI (@BCCI) February 17, 2021
নেট বোলার: অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণপ্পা গৌতম, সৌরভ কুমার
স্ট্যান্ডবাই খেলোয়াড়: কেএস ভারত, রাহুল চাহার।