মুম্বই: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে শুরু হতে চলা বর্ডার-গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy) দুটি টেস্টের জন্য শুক্রবার রাতে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। চোটের কারণে দীর্ঘদিন ধরে টেস্ট থেকে দূরে থাকা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ফের দলে ফিরেছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) না থাকায় উইকেটকিপার হিসেবে থাকছেন ইশান কিষান (Ishan Kishan) ও কেএস ভারত (KS Bharath)।
প্রথম দুটি টেস্টের জন্য দলে জায়গা পাননি যশপ্রীত বুমরা। যদিও নিজের জায়গা ধরে রেখেছেন জয়দেব উনাদকত। আর সাম্প্রতিক কালের কিছু অসাধারণ পারফরমেন্সের কারণে দলে ঢুকে পড়েছেন সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav)। আরও পড়ুন: Hockey World Cup 2023: ৪৮ বছরের খরা কাটাতে নেমে জোড়া গোলে জিতে বিশ্বকাপ শুরু ভারতের
দুটি টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক কে এল রাহুল, শুভমান গিল, সি পুজারা, ভি কোহলি, এস আইয়ার, কে এস ভারত ও ইশান কিষান (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকত ও সূর্যকুমার যাদব।
দেখে নিন কারা জায়গা পেল ভারতীয় দলে:
India’s squad for first 2 Tests vs Australia:
Rohit Sharma (C), KL Rahul (vc), Shubman Gill, C Pujara, V Kohli, S Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav
— BCCI (@BCCI) January 13, 2023