সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একতরফা হেরেছে বাংলাদেশ। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে শান্তর দল। লিটন দাস (Litton Das) সাদা-বলের ফরম্যাটে খারাপ পারফর্ম করার পর বাদ পড়েন এবং তাঁর ব্যাটিং নিয়ে আলোচনা শুরু হয়। তবে সাদা বলের ক্রিকেটে লিটন দাসের ব্যাটিং বরাবরই ভালো-খারাপ মিশিয়েই, তবে টেস্ট ফরম্যাটে লাল বলের রেকর্ড ভালো সেই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দলে জায়গা করে নেন তিনি। তবে সিলেট টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে প্রচণ্ড চাপের মুখে প্রথম বলে শট খেলতে গিয়ে আউট হয়ে ফের তিনি তাঁর ব্যাটিং সমালোচনাকে উস্কে দিয়েছেন। লিটনের খারাপ সময়ের বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্টেরও। Khaled Ahmed attempt to Mankad Kamindu Mendis: দেখুন, সিলেট টেস্টে কামিন্দু মেন্ডিসকে মানকাডের চেষ্টা খালেদ আহমেদের
বাংলাদেশের নিউজ পোর্টাল bdcrictime.com-এর খবর অনুসারে, লিটনের খারাপ ফর্ম নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন (Nazmul Hasan Papon)। মিরপুরে সংবাদমাধ্যমকে পাপন বলেন, 'বিশ্বকাপের পর থেকে তার (লিটন) পারফরম্যান্সে কিছু ভুল হচ্ছে..ওয়ানডে থেকেও ছিটকে গেছেন তিনি। ওর মতো ওপেনার...সে পারফর্মও করেছে, এমন নয় যে সে খেলতে পারবে না। দারুণ খেলোয়াড়। কিছু সমস্যার কারণে আমরা তাকে ওয়ানডে থেকে বাদ দিয়েছি। এর থেকে বড় সংকেত আর কিছু হতে পারে না।' পাপন আরও বলেন, 'আমার মনে হয় টেস্ট ম্যাচে না খেললেই ভালো হতো।..আপনি যদি তাকে বিশ্রাম দিতেন তবে সে ভালভাবে ফিরে আসতে পারত।'